
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) : সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বৃহস্পতিবার (২১ জুলাই) ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর কাছে ২৬ হাজার ২২৯টি বাড়ি
হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আশ্রয়ণ প্রকল্পে যুক্ত হয়েছেন। আশ্রয়ণ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সরাইলে একশত ৭১টি বাড়ি হস্তান্তর করা হবে।আজ সারা দেশে হস্তান্তর করা হয়েছে ২৬ হাজার ২২৯টি বাড়ি। ২১ জুলাই বুধবার সকালে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক-২৬,২২৯টি ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহাগীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব)মো.আশ্রাফ আহমেদ রাসেল, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল- সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আনিছুর রহমান, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা- ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেনসহ উপজেলার কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। বুধবার (২০ জুলাই) উপজেলার কালিকচ্ছ কলেজ পাড়া আশ্রয়ণ প্রকল্পে দেখা যায়, নির্মাণ শ্রমিকদের ব্যস্ততা চরমে। সেখানে চলছে শেষ পর্যায়ের কাজ। এলাকাজুড়ে একটা সাজ সাজ রব বিরাজ করছে। মানুষের মধ্যেও রয়েছে উৎসবের আমেজ।
এদিকে, যারা ঘর পাচ্ছেন তারা তো আনন্দে আত্মহারা। বলছেন, আমরা আমাদের ঘরবাড়ি নির্মাণ দেখছি। প্রয়োজনে সহযোগিতা করছি। ঘরবাড়ি ছিল না মাথা গোঁজার ঠাঁই ছিল না। এটা আসলেই আমাদের জন্য আনন্দের। এর চেয়ে আনন্দের কী আছে! নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারবো, আজ অনুষ্ঠানস্থলে কথা হয় মো. হোসেন মিয়ার সঙ্গে তিনি এ প্রতিনিধিকে বলেন, প্রধানমন্ত্রী আমাদের সুখের কথা চিন্তা করে জায়গা ও ঘরের মালিক কর দিয়েছেন।আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেখেন আমার সাথে আমার স্ত্রী আজ কতোটা খুশি,প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে ছেলে- মেয়ে নিয়ে আমরা স্বামী-স্ত্রী দুজন শান্তিতে বসবাস করবো। নামাজ পড়ে দোয়া করবো’আল্লাহ যেন উনাকে নিরাপদে ও সুখে রাখেন।
উল্লেখ্য থাকে যে, সরাইল উপজেলায় একশত ৭১টি অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটবে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দুই কক্ষের সেমিপাকা প্রতিটি ঘরের জন্য ২ লাখ ৫৯ হাজার ৫শত টাকা ব্যয় ধরা হয়েছে। কালিকচ্ছ ইউনিয়নের কলেজ পাড়ায়- ৭৭, গলা নিয়া চাঁনপুর -৭৫, নোয়াগাঁও বুড্ডা- ৭ টি, নোয়াগাঁও গ্রামে- ১২ টি সর্বমোট- ১শত ৭১টি ফ্লাট ঘর।এসব ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এর আগে প্রথম পর্যায়ে -১০২ টি পরিবারকে, ২ য় পর্যায়ে- ৩১টি পরিবারকে, উপজেলা রাজস্ব তহবিল হতে একটি,৩য় পর্যায়ের ১ ম কিস্তিতে ১০টি পরিবারসহ একশত ৪৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হয়েছে। সরাইল উপজেলাকে ভূমিহীনও গৃহহীনমুক্ত করার মহৎ কর্মযজ্ঞে সকলের সহযোগিতা কমানা করেন উপজেলা প্রশাসন।
পড়েছেনঃ ১০৪