গণদাবির মুখে সংবিধান পরিবর্তনে বাধ্য হবে সরকার : আবুল হাশেম বক্কর

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষকে ভয় দেখাতে গিয়ে নিজেরাই ভয়ের মধ্যে পড়েছে। সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা আবোলতাবোল কথা বলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। অথচ সরকারার জনগণের ক্রয় ক্ষমতার কথা চিন্তা না করে রাতের অন্ধকারে বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে চলছে। লুটপাটে ব্যস্ত আওয়ামী সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বললে আন্তর্জাতিক বাজারের দোহাই, নিরপেক্ষ সরকারের কথা বললে সংবিধানের দোহায় দিচ্ছে। আওয়ামী লীগ নিজের মত করে সংবিধান পরিবর্তন করে, জনগনকে হুমকি দিয়ে, মানুষ হত্যা, গুম, খুন করে ক্ষমতায় বসে আছে। মানুষের প্রয়োজনে স্বাধীনতার পর থেকে বহু বার সংবিধান পরিবর্তন হয়েছে, আগামীতেও হবে। গণদাবির মুখে সরকার সংবিধান পরিবর্তন করতে বাধ্য হবে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থার জোর দাবি জানান।

তিনি আজ শনিবার ৪ মার্চ, বিকালে নগরীর তিন পোলের মাথায় সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে থানা ভিত্তিক কেন্দ্রঘোষিত কোতোয়ালী থানা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পদযাত্রা কর্মসূচি নগরীর রিয়াজউদ্দিন বাজারস্থ তিন পোলের মাথা থেকে আরম্ব হয়ে জুবলী রোড়, এনায়েত বাজার মোড়, লাভলেইন হয়ে কাজীর কাজির দেউড়ি গিয়ে শেষ হয়।

কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসন এর সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, সদস্য হারুন জামান, মহানগর বিএনপির সাবেক নেতা হামিদ হোসেন, হাজী নুরুল আকতার,আবদুল বাতেন, এ কে এম পেয়ারু, সালাউদ্দিন লাতু, থানা বিএনপির সিনি. সহ সভাপতি ফরিদ আহমদ, আমিনুর রহমান মিয়া, মহানগর শ্রমিক দলের সভাপতি আবু তাহের, মৎস্যজীবী দলের আহবায়ক নুরুল হক, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইকবাল হোসেন সংগ্রাম, আবদুর রাজ্জাক, আলী মর্তুজা খান,  মো. সেলিম, ইদ্রিস আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, আকতার খান, আলাউদ্দিন আলি নূর, ইসমাইল বালি, আলি আব্বাস খান, খন্দকার নুরুল ইসলাম, নগর বিএনপি নেতা ইউসুফ সিকদার, সাধারন সম্পাদক সাদেকুর রহমান রিপন, সৈয়দ আবুল বসর, জসিম মিয়া, সাব্বির আহমদ, দিদারুল ইসলাম থানা বিএনপি নেতা আবদুল মন্নান, মো. আনোয়ার, আবুল কালাম আজাদ, মো. ইসহাক, আবুল কালাম, এড. ইমতিয়াজ উদ্দিন তারেক, সংগঠনিক সম্পাদক আবদুস শুক্কুর, থানা বিএনপি সম্পাদাক মো. রিয়াদ, মো. ওয়াসিম, ইমরান সিদ্দিকী জ্যাকসন, কামাল হোসেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিদার হোসেন, আলাউদ্দিন, মেজবাহ উদ্দিন মিন্টু, মো. হাসান, আবদুল জলিল, এন মোহাম্মদ রিমন, আবু সালেহ আবিদ, রমজান আলী মুরাদ, শফিকুর রহমান, আবুল হাশেম, কফিল উদ্দিন, ইয়াকুব আলী জুয়েল, মো. ফয়সাল প্রমূখ।