
সময়ের নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এম. মনজুর আলম ৫ মার্চ ২০২৩ খ্রি: রবিবার, সকালে চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদস্থ মনছুরাবাদ নিবাসী মরহুম নজির আহমদ এর গৃহহীন ৩ টি পরিবারকে পাকা ঘর নির্মাণ করে হস্থান্তর করেন
। সাবেক মেয়র এম. মনজুর আলমের পৈত্রিক স্মৃতি রক্ষার্থে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর অর্থায়নে আশ্রয়ন প্রকল্পের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলো। ০২১৮ শতাংশ ভিটি জমির উপর ১ ইউনিটের ৩ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ৩২ লক্ষ টাকা ব্যয় করা হয়। প্রতিটি পরিবারের জন্য ২টি বেড রুম সহ কিচেন, ড্রইং রুম ও বার্থ রুম রয়েছে। উপকার ভোগী ৩ টি পরিবার হলেন মরহুম নজীর আহম্মদ এর পুত্র মো: ইউসুফ, মো: আবদুল মালেক ও কন্যা মোছাম্মৎ শিরীন আকতার। সাবেক মেয়র নজির ভিলা নামে এই ভবনটি ফলক উম্মোচন, দলিল ও চাবি হস্তান্তর এবং মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন কালে সাবেকমেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের অনুসরনে আমরা গৃহহীনদের মৌলিক অধিকারের অংশ হিসেবে আশ্রয়ন প্রকল্পটি বাস্তবায়ন করেছি। ইতোমধ্যে এ প্রকল্পের অধীনে বহু গৃহহীনকে গৃহ নির্মাণ করে আশ্রয় দেয়া হয়েছে। আমরা আশা করি সমাজের সকল বিত্তশালীগন বঙ্গবন্ধুর স্বপ্ন ও জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের কার্যক্রম অনুসরন করলে গৃহহীন ও অস¦চ্ছল মানুষ উপকৃত হবে।
তিনি বলেন, নিকট আতœীয় স্বজন গৃহহীন থাকলে তাদের জন্য গৃহ করে দেয়া ইমানি দায়িত্বের আওতায় পরে। আমাদের সকল সেবা আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য নিবেদিত। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মো: সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাদি, সাগির আহম্মদ ও বাদশা আলম সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আবদুল জলিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রাসেদুল আলম