সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলিগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ১৮ জন

সন্দ্বীপ প্রতিনিধি :     সন্দ্বীপের উপজেলা চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে নির্বাচন কমিশন কর্তৃক সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যার পদ শূন্য ঘোষনা করা হয়েছে। ঘোষনার পর আওয়ামীলিগের দলীয় কার্যালয় হতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন পত্র গ্রহন করার নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনায় আওয়ামীলিগের কার্যালয় হতে এ দলীয় মনোনয়ন পত্র ৯ এপ্রিল থেকে সংগ্রহ করে আওয়ামীলিগের সভাপতি শেখ হাসিনা বরাবরে ১২ এপ্রিল জমা দিতে হবে।ঘোষনা অনুযায়ী ৯ এপ্রিল শুন্য হওয়া আসনে উপ-নির্বাচনে নৌকার টিকেট পেতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের তালিকা হয়ে গেলো অনেক দীর্ঘ। মনোনয়ন পত্র সংগ্রহ করছেন মোট ১৮ জন।

মনোনয়নপত্র সংগ্রহকারী ১৮ জন হলেন ১/বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার রফিকুল ইসলাম চেয়ারম্যান ২/ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন ৩/সাবেক মেয়র জাফর উল্লাহ টিটু ৪/সদ্য মৃত্যুবরন কারী উপজেলা চেয়ারম্যান পুত্র নাদিম শাহ আলমগীর ৫/মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসী ৬/ সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহমেদ ৭/মগধরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক এস,এম আনোয়ার হোসেন ৮/মাঈটভাঙ্গা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ৯/জেলা ছাত্রলীগ নেতা রাজিবুল আহসান সুমন ১০/যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান ১১/অধ্যক্ষ জামিল ফরহাদ ১২/আওয়ামীলিগ নেতা সাহেদ সারোয়ার শামীম ১৩/উপজেলা আওয়ামীলিগের সাবেক দপ্তর সম্পাদক আবু তাহের ১৪/ সাবেক ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুল মিয়া ১৫/সাবেক ছাত্রনেতা ও সংস্কৃতি কর্মী দেলোয়ার হোসেন সন্দ্বীপি ১৬/ আশেক ই এলাহী সোহেল ১৭/ইউনিয়ন আওয়ামীলিগ নেতা নুরনবী ভূট্টু ১৮/মিসেস লুতফুন্নেসা।এই বিশাল তালিকা ও কিছু কিছু দুর্বল ও অযোগ্য প্রার্থীদের উচ্চাকাংখা বা মনোনয়ন ফরম সংগ্রহের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও চায়ের দোকানে রিতীমতো ব্যাঙ্গাত্বক শব্দের ঝড় বইছে।

কেউ বলছেন আর দুইয়ের জন্য বিশ পুরলোনা, কেউ কেউ লিখছেন কর্মী বিহীন নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী,একজন লিখেছেন নির্বাচন এলেই ভায়াগ্রাহীন অনেকে খাড়ায় যায়, কেউ কেউ লিখছেন আগামীতে পাড়ার চায়ের দোকানীও দলীয় মনোনয়ন চাইবে,কেউ প্রসঙ্গ টানছেন হিরো আলমের, কেউ বলছেন বিরোধী দল মাঠে থাকলে ২জনও টিকতোনা।কিন্তু শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে মনোনয়নের দৌঁড়ে দলীয় নেতা কর্মীদের মুল্যায়নের প্রথম সারিতে রয়েছেন উপরোল্লিখিত ক্রমিকের তিনজন ও সদ্য মৃত্যুবরনকারী উপজেলা চেয়ারম্যানের পুত্র নাদিম শাহ আলমগীর এবং মগধরা ইউপি চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন।এছাড়াও দলীয় কোন্দলের কারনে এবার বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনার গুঞ্জন ও শোনা যাচ্ছে। তবে সেটা নির্ভর করবে দলীয় হাই কমান্ডের বিচক্ষনতার উপর।এবং বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে দলীয় প্রার্থীর চেয়ে বিদ্রোহী প্রার্থী আরো শক্তিশালী হতে পারে এমন মন্তব্যও করছেন তৃনমূলের নেতা কর্মীরা।