অসহায় ও গরীবদের মাঝে ইফতার বিতরণ করলেন সিএমপি কমিশনার

প্রেস বিজ্ঞপ্তি :   নগরীর ট্রাফিক-উত্তর বিভাগের আওতাধীন প্রবর্তক মোড় এলাকায় আজ ১০ এপ্রিল সোমবার সন্ধ্যায় অসহায় মানুষ, দুঃস্থ, গরীব ও পথ শিশুদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ শেষে সেখানে দায়িত্বরত টিআই, সার্জেন্ট ও কনস্টেবলদের সাথে ইফতারে অংশ নেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, ট্রাফিক বিভাগের সকল ডিসি, এডিসি, এসি, অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ##