সুবর্ণচরে ড্রাইভার সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে ড্রাইভার সমিতির আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।১২ এপ্রিল (বুধবার)  বিকেল ৩ টায় হারিছ চৌধুরী বাজারে ইফতার ও দোয়ার আয়োজন করে ড্রাইভার সমিতি। ড্রাইভার সমিতির সদস্য সোহেল এর সঞ্চালনায় ও ড্রাইভার সমিতির সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চরজুবলী চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক, চট্রগ্রাম সিএনজি পিকাপ পণ্য পরিবহণ মালিক চালক ঐক্য পরিষদের সভাপতি  শ্রমিক নেতা অলি উদ্দিন হাওলাদার, চরজুবলী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক নুর নবী চৌধুরী,  সুবর্ণচর উপজেলা শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক আব্দুল মিয়া, চর জুবলী ইউপি সদস্য হাজি দুলাল মিয়া।
আরো উপস্থিত ছিলেন, ড্রাইভার সমিতির সাধারন সম্পাদক সহিদ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক ইউনুছ,  অর্থ সম্পাদক জসিম, পাবেল,  বিশিষ্ঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম রাসেল, নুর মাওলা,  যুবলীগ নেতা বাদশা, ছাত্রলীহ নেতা রিয়াজ, জিহানসহ অনেকে।  দোয়া ও মোনাজাত পেশ করেন, বায়তুশ শরফ জামে মসজিদের ইমাম হাফেজ  মাওলানা নুর আলম, হাফেজ মাওলানা মোঃ  শাহজাহান। বক্তারা বলেন, দেশের হিরো হলো চালক ভাইয়েরা, চালকরা আছেন বলেই আমাদের জনজীবন সহজ, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দিয়ে থাকেন, চালক ভাইয়েরা রাস্তায় অনেক নির্যাতনের শিকার হয়ে থাকেন সকলে চালক ভাইদের পাশে থাকার আহবান জানান অতিথিরা।