
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বৃহস্পতিবার পুলিশের অভিযানে ৯৯টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ১২টি পল, আটটি চল, চারটি বর্শা, ৩৪টি বাঁশের কঞ্চি (মাথা সুচালো) ও ৪১টি লাঠি।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলায় মাঝে মধ্যে ছোট-খাটো ঝগড়া হয়। অনেক সময় সেটি দাঙ্গায় রূপ নেয়। উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি যাতে ভালো থাকে সেজন্য পুলিশ সুপারের নির্দেশে উপজেলার বিভিন্ন গ্রামে দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
পড়েছেনঃ ১১৫