আখাউড়ায় আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়ন যুবদলের উদ্যোগে কসবা আখাউড়ার বিএনপির অভিভাবক আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া’র রোগমুক্তি কামনায় কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ মনিয়ন্দ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাধ্যমে সকাল থেকে বিকেলের মধ্যে পবিত্র কুরআন খতম করা হয়েছে। পড়ে বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে  মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মোনাজাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল ইসলাম চৌধুরী বিল্লাল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আখতার হোসেন মুন্সী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ডাক্তার স্বপন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রতন মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সভাপতি প্রার্থী মোঃ রিপন মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রামিম খান, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব, কাইয়ুমুর রহমান সহ আরো অনেকে। এ সময় দলীয় নেতাকর্মীদের কাছ থেকে জানা গেছে, কসবা আখাউড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া’র হাতকে কে শক্তিশালী করতে তারা নিরলস পাবে কাজ করে যাবে। জানা গেছে, আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বর্তমানে ঢাকার এ্যাভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার দ্রুত রোগ মুক্তি কামনায় এই দোয়ার আয়োজন করা হয় বলে তারা জানান। দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।