চবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য গাড়ি সুবিধা দিলেন লায়ন আসলাম চৌধুরী

 

সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী।

শনিবার (১ মার্চ) সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়ন থেকে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় তাদের জন্য সীতাকুণ্ড থেকে ভাটিয়ারী ও ভাটিয়ারী থেকে বড়দিঘীর পাড় ও চবি পর্যন্ত গাড়ির ব্যবস্থা করা হয়।

ভাটিয়ারী বাজারে শনিবার ভোরে চবির বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন লায়ন আসলাম চৌধুরী। এসময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। একইসাথে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদল ও এসবিএস স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষে শুভেচ্ছা ও র্যালিতে অংশ নেন। শিক্ষার্থীরা জানান, গাড়ির সু-ব্যবস্থা করে দেওয়ায় আমরা লায়ন আসলাম চৌধুরী মহোদয়ের কাছে কৃতজ্ঞ। তিনি বরাবরের মতোই শিক্ষাবান্ধব নেতা। পড়াশোনায় তিনি সবসময় উৎসাহ যুগিয়ে আসছেন শিক্ষার্থীদের।