
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণে ইফতার ও দোয়া ও ইফতার মাহফিল করেছে মহানগর ছাত্রদল। এতে এতিম অসহায়, দু:স্থসহ প্রায় ৩ শতাধিক নেতাকর্মীর ইফতারের ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) আসরের নামাজের পর চট্টগ্রাম নগরের পলিটেকনিক্যাল মোড় সংলগ্ন বিএসআরএম গেইটে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচীটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলাম সাইফ।
পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সুমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: মাহাবুব খালেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য কামরুল ইসলাম আকাশ, চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন রাব্বী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ -সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক মো: আকবর হোসেন, ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বাক হেলাল উদ্দীন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর ওলামা দলের সহ-সভাপতি আব্দুল করিম, পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক ফাহিম চৌধুরী সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মরহুম বিএনপির নেতা আব্দুল্লাহ আল নোমানের মাগফিরাতের জন্য দোয়া এবং আল্লাহর রহমত ও বরকতের জন্য প্রার্থনা করেন। এরপর সবাই একসাথে ইফতারে সামিল হন।