হাটহাজারীতে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে সজীব নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, ফসলি জমির উপরিভাগের মাটি কাটার গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউজ্জামান বৃহস্পতিবার রাতে সরকারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় ফসলি জমির মাটি কাটার দায়ে দেলোয়ার মিয়ার পুত্র মো. সজীবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউজ্জামান জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে কিছু অসাধু ব্যক্তি দিনে ও রাতে ফসলি জমির মাটি কাটার অভিযোগ রয়েছে। অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে নেয়ার ফলে সাধারণ মানুষের ফসলি জমি নষ্ট হচ্ছে। তারই ধারাবাহিকতায় ফসলি জমির মাটি কেটে নেয়ার অভিযোগ পেয়ে সরকারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ফসলি জমির মাটি কাটা প্রমানিত হওয়ায় সজীব নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সহায়তা করেন হাটহাজারী মডেল থানার পুলিশ।