
রেজাউল করিম, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে জুলাই যুদ্ধে শহীদদের স্মরণে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টায় পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয় মিছিলটি পেকুয়া চৌমুহনী হয়ে পেকুয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে পেকুয়া বাজারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন পেকুয়া উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা এ এইচ এম বদিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, নায়েবে আমীর এজেএম শাহাবুদ্দিন, সেক্রেটারি ডা. নুরুল কবির, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, নুর মোহাম্মদ, জয়নাল আবেদীন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দিদারুল ইসলাম। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।