
আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি,
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মোহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস”২৫ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র আয়োজনে ও হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সহযোগিতায় অনুষ্ঠানে সিনিয়র ষ্টেশন কর্মকর্তা আব্দুল মান্নানের পরিচালনায় এসময় শিক্ষার্থী ও উপস্থিত সবাইকে নিয়ে অগ্নিকাণ্ড দ্রুত নিবারণের বিভিন্ন মোহড়া প্রদর্শন করেন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ২৩১











