হাটহাজারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গড়দুয়ারা সুইসগেইটের কাজ পুনরায় শুরু

আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি,

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা মেখল-গড়দুয়ারা সুইসগেটের নির্মাণ কাজ আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় পুনরায় শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই সুইসগেটের অভাবে যাতায়াতে ভোগান্তিতে ছিলেন লক্ষাধিক মানুষ।

 

উপজেলা সুত্রে জানা যায়, উপজেলা প্রশাসন দীর্ঘদিন ধরে চলমান জমির মালিকানার বিরোধ ও মহামান্য হাইকোর্টে চলমান রীটের প্রেক্ষিতে স্লুইসগেটের কাজ বন্ধ ছিল। পরে লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাগবে উপজেলা প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর নেতৃত্বে রীটকারী, পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার ও এলাকাবাসীর প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মঙ্গলবার (১৪ অক্টোবর) উভয় পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। এর আওতায় জমির মালিক রীটকারীকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার শর্তে স্লুইসগেট নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়েছে। কাজ শুরুর সময় রীটকারী রফিক, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, সংশ্লিষ্ট ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও স্লুইসগেট নির্মাণ কাজে সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, ইউএনও হাটহাজারীতে যোগদানের পর ধর্মীয় সংঘাত, রাস্তা অবরোধ সহ যানজট নিরসনের নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।