হাটহাজারীতে আশ্রয়ান প্রকল্পের উন্নত জাতের মুরগী ও পরিবেশ বান্ধব চুলা বিতরন

মাহিম উদ্দীন মুন্না, হাটহাজারী: স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নে স্থাপিত আশ্রয়ান প্রকল্পের বাসিন্দাদের মাঝে পারিবারিক পুষ্টি খামার স্থাপনের জন্য উন্নত জাতের মুরগী বিতরন করা হয়েছে।

হাটহাজারী উপজেলা প্রশাসন ও প্রানী সম্পদ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেন। তাছাড়া প্রকল্পে বসবাসকারী পরিবারের মধ্যে গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবেশ বান্ধব উন্নত চুলা প্রদান করা হয়। এ উপলক্ষে আশ্রয়ান প্রকল্প এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃনাভিল ফারাবী, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, প্রকৌশলী মোঃ আহাসান প্রমুখ। এসময় প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ইউপি মেম্বারগনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।