
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) : সরাইল- নাসিরনগর আঞ্চলিক রাস্তার উচালিয়া পাড়া মোড়ে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। শনিবার ২ এপ্রিল সকাল ৯ টা থেকে আশপাশের রাস্তা দুপাশের অন্তত ২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে চালকসহ পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। উচালিয়া পাড়া চৌরাস্তায় উভয়পাশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে এর তীব্রতা বাড়তে থাকে। যা ধীরে ধীরে নিজ সরাইল ব্রীজ ও অপর দিকে বড্ডাপাড়া এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সরাইল উচালিয়াপাড়া গোলচত্বর এলাকায় সরাইল থানা পুলিশ যানজট চলাচল স্বাভাবিক রাখতে কাজ করতে দেখা গেছে।
এদিকে সিএনজি চালক রুবেল বলেন, সকাল ৯ টা থেকে আস্তে আস্তে এ যানজট দেখা দিয়েছে। যানজটের কারণ হলো অটোরিকশা গুলো যে ভাবে মনে চাই সেই ভাবে গাড়ি চালাই। রাস্তার পাশে পার্কিং করে।
পড়েছেনঃ ৯৯