প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক সরাইলে প্রশিক্ষণ কর্মশালা

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগ, নারীর ক্ষমতায়ন,আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক,ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তার কর্মসূচী এবং সবার জন্য বিদ্যুৎ বিষয়ে এই কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরি য়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা করা হয়। এতে সভাপতি হিসেবে শুরুতেই কর্মশালায় স্বাগত বক্তব্যে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আরিফুল হক মৃদুল বলেন,আশ্রয়ের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি মানুষও গৃহহীন থাকবে না। মানুষ যখন আশ্রয় পাবে তখন আমাদের মাথাপিছু আয় আরো বাড়বে।

তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী চান প্রতিটা সেক্টরে নারীরা থাকুক। বাংলাদেশ ১০টি উদ্যোগে মাধ্যমে ২০৪১ সালে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। ইউএনও আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্যোগগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে।

এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সুমন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুকবুল হোসেন,সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা দিনব্যাপী কর্মশালায় ১০গ্রুপে ৫০ জন সদস্য এতে অংশগ্রহন করেন।শুরুতে কোরআন পাঠ করেন, উপজেলা পরিষদ মসজিদের ঈমাম মাও.জয়নাল উদ্দিন।এছাড়াও সরাইল উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।