সন্ধীপে বিদ্যুৎস্পৃষ্টে ১ প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামঃ সন্ধীপে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ বাবর (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আর ২ জন আহত হয়েছে। নিহত বাবর সন্ধীপের মুছাপুর ১ ওয়ার্ড আমন্দের বাড়ির নুর আলমের পুত্র। ১৩ জুন সোমবার বেলা পৌনে এগারোটায় সন্ধীপের এনাম নাহার মোড়-খন্তারহাট পূর্ব সন্ধীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে সন্দীপের খন্তারহাটে ভারতের বিজেপি নেত্রী নূপুর কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ইত্তেহাদুল মাদরিসিল কাওমিয়্যাহ। ওই বিক্ষোভ মিছিলটি খন্তারহাট প্রদক্ষিণ করে পূর্ব সন্ধীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে এসে সমাবেশের জন্য জড়ো হয়। সমাবেশটি জনসমুদ্রে রূপ নিয়ে আশেপাশের এলাকায় লোকে লোকারণ্য হয়ে পড়ে। এসময় বিদ্যালয়ের মাঠ স্থান সংকুলান না হওয়ায় অনেকেই বিদ্যালয়ের ছাদে ওঠে পড়ে। এসময় অসতর্কতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই বাবর (৫০) এর মৃত্যু হয়।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিল আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। নাহিদ নামে বাবরের এক প্রতিবেশী জানান, বাবর গত ২ মাস আগে ওমান থেকে দেশে ছুটিতে এসেছিল। সে ৩ সন্তানের জনক। আগামী সপ্তাহে তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথ ছিলো।

এ বিষয়ে সন্ধীপ থানার অফিসার ইনচার্জ বশির আহমেদ খান বলেন, বৈদ্যুতিক শর্টে বাবর নামে একজন মারা গেছে। সকালে মিছিল শেষে সবাই বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। এসময় অনেকেই বিদ্যালয়ের ছাদে ওঠে পড়ে। অসতর্ক অবস্থায় চলাফেরা করাতে বৈদ্যুতিক তারের সাথে লেগে তার মৃত্যু হয়। আমরা আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নিচ্ছি।