প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ৮:৪৩ পূর্বাহ্ণ
পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একটি মাদক মামলায় মাদক ব্যবাসীয় নজির শেখ কে ৫ বছর ও রানা শেখকে ২ বছরের কারাদন্ড দিয়েছে আদালতের বিচারক। বুধবার দুপুরে
আসামীদের উপস্থিতিতে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন।
আদেশের মাদক ব্যবসায়ী নজির শেখ কে ৫( পাঁচ) বছরের সশ্রম কারদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং মাদক ব্যবসায়ী রানা শেখকে ০২ (দুই) বছরের সশ্রম কারদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রপ্ত নজির শেখ (৩৫) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের
মৃত আলী আহমেদ শেখের পুত্র এবং রানা শেখ (৩০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালকেবাড়ি গ্রামের মোঃ আব্দুল করিম শেখের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ০৩ এপ্রিল রাতে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরানি প্রত্যাশী এলাকায় মাদক ক্রয়- বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আইণ-
শৃঙ্খলাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। অভিযানে আসামী নজির শেখ ও রানা শেখকে ১ শত ৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে
ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। সেই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আসামীদের উপস্থিতিতে এ আদেশে প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবি ছিলেন এপিপি জহুরুল ইসলাম ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.