প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ণ
পেকুয়ার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মুরশিদা খানম

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ এর পেকুয়া উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছে মুরশিদা খানম। পেকুয়া উপজেলা পরিবার কল্যাণ কর্তৃক জরিপে মাঠ পর্যায়ে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। বৃহস্প্রতিবার (২১জুলাই)দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে মুরশিদা খানমের হাতে সম্মাননা স্বারক শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে পেকুয়া উপজেলা পরিবার কল্যাণ অধিদপ্তরের আয়োজন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম বিএ অনার্স এমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উম্মে কুলসুম মিনু, সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ,কৃষিবীদ রতন কুমার, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও সমাজিক ব্যাক্তিবর্গ।
জানা যায় মুরশিদা খানম (বেবি) উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্বগোঁয়াখালী মরহুম মাস্টার আবুল কাশেমের মেয়ে, বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ পেকুয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেনর ভাগ্নি এবং পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট ঠিকাদর এস এম আবুল শামা শামীমের সহধর্মিনী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.