ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড: গত রবিবার উওর মহাদেবপুর এলাকায় জাল দলিল সৃজনের মাধ্যমের জমি আত্মসাধ, জালিয়াতি ও প্রতারনার দায়ে তিন দলিল লেখককে (ভেন্ডার) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ এর আদালতে সিআর ৩৩৮/২০ নং মামলা মূলে কারাগারে প্রেরণ করা হয়। আসামিরা হলে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ কেদারখিল এলাকার মৃত শফি উল্লার(ভেন্ডার) ছেলে হারুন রশীদ হারুন প্রকাশ হারুন ভেন্ডার (৪৬), মো: শাহ আরমান ভেন্ডার( ৩৮) ও পৌরসভা রেলষ্টেশনের সংলগ্ন মহাদেবপু এলাকার আবুল বশরের পুত্র মো: আলমগির জাফর। তারা সকলে তালিকাভূক্ত দলিল লেখক। গত ১৪ অক্টোবর ২০২১ সিআর মামলা সিআইডি কতৃক তদন্ত সাক্ষেপে আদালতে তাদের কারাগারে পেরণ করে। এই তিন দলিল লেখকের বিরুদ্ধে জায়গাজমির জাল দলিল তৈরির এই সততা পাওয়াই আদালত এই নির্দেশ দেন। এই বিষয়ে যানতে চাইলে মামলার নির্যুক্ত আইনজীবী জনাব তাছনিম আরিফ ঘটনার সত্যতা স্বীকার করেন। বেশ কিছুদিন ধরে সীতাকুণ্ড একটি চক্র জাল দলিল সৃজনের অভিযোগ উঠছে। তাছাড়া সীতাকুণ্ড ভূমি সাবরেজিষ্টার অফিসে দালালদের দ্রোরোত্তে অতিষ্ঠ সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.