প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ২:৫১ অপরাহ্ণ
সীতাকুণ্ডে জুয়ার আসর থেকে আটক ৮

ফারহান সিদ্দিকি ,সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ টাকাসহ ৮ জুয়াড়িকে আটক করেছেন পুলিশ। সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ফকির হাট পশ্চিম পাড়া বাবুলের চায়ের দোকানের পেছনে তাহার ইটের টিনশেড রুমের ভেতর ১০/১১ জন মিলে গোপনে অবৈধভাবে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করলেও অন্য জুয়াড়িরা পালিয়ে যায়।
আটককৃত জুয়াড়িরা হলো- সোহেল (২৫) আলাউদ্দিন (৩৭) মো. মোস্তফা জামাল (৩০) মামুনের রশিদ (২৩) মো. তারেক (২৭) মঞ্জুর (৩৫) আসাদুজ্জামান আকাশ (৫৫) মঞ্জুর আলম (৩৫)। সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা হয়েছে৷ আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.