প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ৩:০৫ অপরাহ্ণ
লালমনিরহাটে ফুলকুঁড়ি আসর এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধিঃ জাতীয় শিশু-কিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর' লালমনিরহাট জেলা শাখা কতৃক শিশু কিশোরদের নিয়ে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা শাখার পরিচালক সানভি রহমান মুরাদ এর পরিচালনায় ও সহকারী পরিচালক মোঃ ফারহান ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের পাঠাগার সম্পাদক এইচ এম আতিকুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার পরিচালক এইচ এম আলমগীর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা শাখার অর্থ সম্পাদক রেদয়ানুল ইসলাম ও তাওফিক প্রমুখসহ জাতীয় শিশু-কিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর' এর সকল শিশুরা।
প্রধান অতিথি বলেন ফুলকুঁড়ি আসরের স্লোগান হচ্ছে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, তিনি বলেন নিজকে গড়ার জন্য একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, কেননা আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তিনি আরো বলেন শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়তে চাইলে শিক্ষা-সাহিত্য,বিঙ্গান, খেলাধুলা ইত্যাদি সকল বিষয়ে পারদর্শী হতে হবে। এছাড়াও তিনি দুঃস্থ, অসহায় শিশুদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়া ,ত্যগ ও কুরবানীর শিক্ষা সম্পর্কে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.