প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ৩:৫১ অপরাহ্ণ
ভূমিহীন মুক্ত হলো ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়া ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আশ্রয়ণ প্রকল্প -২ এর আওতায় সর্বশেষ ১৯ টি ঘর প্রদানের মধ্য দিয়ে এই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণ ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সারাদেশের ৫২ টি উপজেলার মধ্যে ফুলবাড়ীয়া উপজেলাকেও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন।
জানাযায়, উপজেলায় ২১/২২ অর্থ বছরে প্রথম ধাপে -৪৪ দ্বিতীয় ধাপে -১৯ টি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ীয়া উপজেলাকে ভ‚মিহীনমুক্ত ঘোষণা করেন। পরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি , উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, সহকারী কমিশনার (ভ‚মি) সেলিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি অফিসার জেসমিন নাহার, থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন ভ‚মিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি , জমির কবুলিয়ত, গাছের চারা ও খাদ্য সামগ্রী তুলে দেন।
ফুলবাড়ীয়া উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.