হাটহাজারীতে আরো ৬০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার “ঘর”

হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চট্টগ্রামের হাটহাজারীতে ভূমিহীন ও গৃহহীন ৬০টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২১জুলাই) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নিবার্হী কর্মকর্তা মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)।
উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ২৬,২২৯ টি ভূমিহীন গৃহহীনদের জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে উক্ত উপজেলায়ও ৬০টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনসহ উক্ত উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গনমাধ্যমকর্মী, শিক্ষক, ইমাম, ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।