প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ণ
পিরোজপুরে জাল টাকা ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাল টাকার ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে আসামীকে আরো ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারদন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামী জাকির হোসেন হাওলাদার (৪০) জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের পুত্র।
আজ রোববার (২৪ জুলাই) বেলা ১২ টায় পিরোজপুরের বিশেষ ট্রাইবু্নাল নং-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবি এপিপি মোঃ জহুরুল ইসলাম জানান, মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভান্ডারিয়া থানা পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময়ে আসামী জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেয়া তথ্য মতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, পরে পুলিশ জাকির কে আসামী করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দেন। এ মামলায় সাক্ষীদের সাক্ষ শেষে আদালতের বিচারক আজ আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট মোস্তফা কামাল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.