ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড :- "নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলা, প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে গতকাল ২৪ জুলাই তারিখ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ কামাল উদ্দিন চৌধুরী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেন ;বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. নুর উদ্দিন, উপজেলা প্রকৌশলী জনাব মোঃ গোলাম মোস্তফা ;উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হাবিব উল্লাহ;উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুচ্ছেফা; উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ শাহ আলম; বাংলাদেশ কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জনাব মোঃ মোকলেছুর রহমান;ইপসার প্রজেক্ট ম্যানেজার জনাব মোঃ মহসিন মিয়া;সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যলীগের সীতাকুন্ড উপজেলার আহবায়ক মোঃ রফিক ;উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবি জলদাস সমবায় কল্যাণ ফেডারেশন এর সভাপতি লিটন দাস এবং সফল মৎস্যচাষী হিসেবে বক্তব্য রাখেন মোঃ মাসুদ।
এই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেন পায়রা উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধনের পর প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার জনাব শাহদাত হোসেন বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম, মিঠা পাণির মাছ উৎপাদনে ৩য় এবং তেলাপিয়া মাছ উৎপাদনে বাংলাদেশ ৪র্থ স্থানে। বাংলাদেশে ২০২০-২১ অর্থ বছরে ইলিশ উৎপাদনের লক্ষ্য মাত্রা ৫.৬৫ লক্ষ মে.টন। সরকারের ৬৫ দিন সাগরে জেলেরা সাগরে মাছ ধরা থেকে বিরত থাকার কারনে ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মৎস্য সপ্তাহের সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.