প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২২, ২:১২ অপরাহ্ণ
সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর হবে একটি আদর্শ স্থান : ভূমিমন্ত্রী

ফারহান সিদ্দিক ,সীতাকুণ্ড :- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রেখে পরিকল্পিত পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও নগরায়ণে বর্তমান সরকার বদ্ধ পরিকর। পরিবেশ সমুন্নত রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর একটি আদর্শ স্থান। চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব মাত্র ১০কিমি। এখানে ০৫টি মৌজায় মোট খাস জমির পরিমাণ প্রায় ২৮০০ একর। এর পূর্ব ও উত্তরে রয়েছে চট্টগ্রাম সেনানিবাস ও বাংলাদেশ মিলিটারি একাডেমি, পশ্চিমে বঙ্গোপসাগর, দক্ষিণে চট্টগ্রাম শহর। কিন্তু কতিপয় ভূমিদস্যু নব্বই দশক থেকে এখানে পাহাড় কেটে পরিবেশ বিপন্ন করে জঙ্গল ছলিমপুরকে অবৈধ বসবাসকারী অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। অবৈধভাবে পাহাড় কেটে তৈরি করা ঝুকিপূর্ণ প্লটগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপকর্ম করে আসা সন্ত্রাসীদের নিকট বিক্রি করা হচ্ছে। বর্তমান সরকার জঙ্গল সলিমপুরকে ঘিরে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এখানে আর কোন ভূমিদস্যু, কোন সন্ত্রাসীর জায়গা হবে না।
গতকাল রবিবার(২৪ জুলাই) বিকালে তিনি সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনকালে জঙ্গল সলিমপুরে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন ও প্রকৃত ভূমিহীনদের পুনবার্সন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এর আগে ভূমিমন্ত্রী জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন যান। এসময় তিনি বলেন, এই স্থানকে ভূমিদস্যুদের হাত থেক মুক্ত করে এখানে বসবাসকারী ছিন্নমূল জনসাধারনকে পুনর্বাসন জরুরী হয়ে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় পাহাড়বেষ্টিত জঙ্গল ছলিমপুরে কিছু উন্নয়ন প্রকল্প তৈরীর কার্যক্রম সরকার হাতে নিয়েছে। তারমধ্যে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি স্পোর্টস ভিলেজ, জনসাধারণের চিকিৎসার জন্য হার্ট ফাউন্ডেশন হসপিটাল, সর্বসাধারণের জন্য একটি সাফারি পার্ক, কেন্দ্রীয় কারাগার, একটি নান্দনিক মসজিদ, উচ্চ শক্তির বেতার সম্প্রচার কেন্দ্র, পাহাড় ব্যাবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কেন্দ্র এবং ছিন্নমূল জনসাধারণের পুনর্বাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুতের প্রধান প্রকৌশলী রেজাউল করিম, মন্ত্রীর একান্ত সচিব রেজ্জাকুল ইসলাম, উপপরিচালক স্থানীয় সরকার ড.বদিউল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( এল এ) মাসুদ কামাল, সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল আলম, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.