প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২২, ১১:০১ পূর্বাহ্ণ
সরাইল মৎস্য সপ্তাহ উপলক্ষে মোবাইল কোর্ট

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে ২৬ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর যৌথ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাহবাজপুর তিতাস নদীতে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আরিফুল হক মৃদুল ভ্রাম্যমান আদালতে উপজেলার শাহবাজপুর রাজাপুর- বইসা মুরা এলাকার তিতাস নদীতে থেকে কারেন্ট জাল ও রিংজাল জব্দ করেন।
এ সময় সাথে ছিলেন, সরাইল মৎস্য অফিসের ক্ষেত সহকারী মো. মনিরুজ্জানও অফিস সহকারী মো.জসিম উদ্দিনসহ সরাইল থানার সঙ্গীয় পুলিশ ফোর্স। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল হক মৃদুলের জনসম্মুখে ওই জালগুলি আগুন দ্বারা ভস্মিভুত করেন। ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ সেট রিংজাল যার আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা হবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.