প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২২, ১:৪১ অপরাহ্ণ
মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত ২য় বারের মতো আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সময়ের নিউজ ডেস্ক: কে এম এজেন্সী ও মেসার্স বাকলিয়া কনস্ট্রাকশন পৃষ্ঠপোষকতায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত ২য় বারের মতো আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ প্রতিনিধি সভা এম,এ,আজিজ স্টেডিয়াম প্রাঙ্গনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব ইয়াছির আরাফাতের সভাপতিত্বে ও সমন্বয়কারী মোশারফ হোসেন লিটনের সন্ঞ্চালায়নে উপস্হিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর লায়ন এম,এ,মুছা বাবলু,এস এম ইকবাল মোর্শেদ,টুর্নামেন্ট পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মহসিন সাজু,আমির হোসেন মানিক,আলাউদ্দিন ভূঁইয়া,রিজভী হাসান সানি,সায়মন আহমেদ শাহেদ,মোঃ ইসমাইল,মিনহাজ মাসুম সাঈদ মুরাদ,মাকসুদ,সজীব,নুরুউদ্দিন,ইমন,শহিদ,আলামিন,মান্না সহ অংশগ্রহন কারী দলের প্রতিধিনিগন।
এবারের টুর্নামেন্টে নক আউট পদ্ধতিতে মোট ১৬ টি দল অংশগ্রহন করবে ৮ টি গ্রুপে,দেশী বিদেশী জাতীয় দলের খেলোয়াড়রা অংশগ্রহন করবে।চ্যাম্পিয়ান দলকে নগদ ১,৩০,০০০ টাকা সহ ট্রফি,রানার্স আপ দলকে নগদ ৮০,০০০ টাকা সহ ট্রফি প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.