রুমায় ৪ ইউপির নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

নিলিয়িান বম রুমা, বান্দরবান: বান্দরবানে রুমায় উপজেলাধীন ৪টি ইউনিয়ন পরিষদে, গত ২৮শে নভেম্বর ২০২১ খ্রীঃ ৩য় ধাপ নির্বাচন অনুষ্ঠিত হয়, ঐ নির্বাচনে সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে নব নির্বাচিত সদস্যদের রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ( পুরুষ) থাংখাম লিয়ান বম, উপজেলা ভাইস চেয়ারম্যান ( মহিলা) নুম্রাউ মার্মা, রুমা উপজেলা পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা বামংপ্রু মার্মা, রুমা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন শিবলী। আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ১নং পাইন্দু ইউপির চেয়ারম্যান উহ্লামং মার্মা, ৩নং রেমাক্রী প্রাংসা চেয়ারম্যান জিরা বম, ৪নং গালেংগা ইউপির চেয়ারম্যান মেনরত ম্রো, স্থানীয় রাজনৈতিক দলের নেতা কর্মী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী শপথ বাক্য পাঠ করেন। নব নির্বাচিত দের উদ্দেশ্য বললেন, এক সময় কোন দলের নেতা ছিলেন কিন্তু এখন ব্যক্তি বা দলের নেতা নয় । এখন এলাকার জনসাধারণের তথা সকল জনগোষ্ঠীর অভিভাবক । তিনি আরও বললেন, নবাগত শিশু দের জন্ম নিবন্ধন করার বাধ্যতামূলক বলে জানিয়েছেন। যাদের জন্ম নিবন্ধন করা হয়নি তাদের কেউ নিবন্ধনের আওতায় আনতে হবে। শপথ গ্রহন অনুষ্ঠানে ৪ ইউনিয়নের সাধারন সদস্য ৩৬জন , সংরক্ষিত মহিলা আসনের ১২জন উপস্থিত ছিলেন।