সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের নবাগত মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খানের সাথে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় ধর্মপাশা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক হাফিজুর রহমান চয়ন, মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন তালুকদার, ধর্মপাশা প্রেসক্লাবের সদস্য সচিব মো. মিটু মিয়া, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, সাংবাদিক অপু তালুকদার,সাংবাদিক আশরাফ উদ্দিন হিল্লোল, রবিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। শেষে উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান নবগঠিত এ উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাবেন বলে তিনি জনান। আর এ জন্য তিনি উপস্থিত সাংবাদিকবৃন্দসহ এলাকাবাসীর সার্বিক সহোযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.