প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কালুরঘাট ব্রীজ হতে বোয়ালখালী রোডে পটিয়ার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৯ জানুয়ারি ২০২২ ইং তারিখ ১৩:৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন হুলাইন এলাকায় পটিয়া-কালুরঘাট পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় চেকপোষ্টের অদুরে একটি অজ্ঞাত সিএনজি থেকে একত্রে ০৪ জন যুবক দ্রæত নেমে দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ হাসান (২২), পিতা- মোঃ শাহ আলম মাঝি, সাং- হাজী বাড়ী, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল বর্তমানে বরিশাল বাজার, উকিলবাড়ী,মনসুর বিল্ডিং এর ভাড়াটিয়া, থানা- চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, ২। মোঃ নাহিদ উদ্দিন আহম্মেদ রিসাদ (১৯ ), পিতা- নুর উদ্দিন আহম্মেদ, সাং-বরিশাল বাজার রিয়াজ উদ্দিন উকিলবাড়ী, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগরী, ৩। আবির হোসেন (রানা) (১৯), পিতা- নুর আলম, সাং- হুগলি, থানা- মাইজদি, জেলা- নোয়াখালী বর্তমানে সিএন্ডবি হামিদচর, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগরী এবং ৪। মোঃ যুবরাজ আলিফ (১৯), পিতা- মোঃ সরোয়ার উদ্দিন, সাং- বরিশাল বাজার আনোয়ারা ভবন, রিয়াজ উদ্দিন উকিল বাড়ী, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগরীদের আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে তাদের হেফাজত হতে ০২ টি ছোরা উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা উদ্ধারকৃত অস্ত্র নিজ হেফাজতে রাখার বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। তারা আরো জানায় সকল আসামী পরস্পর যোগসাজশে ও পরিকল্পিত ভাবে জ্ঞাতসারে অস্ত্র নিয়ে পটিয়াতে ধতর্ব্য অপরাধ সংঘটনের জন্য যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।