
বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুরে অবস্থিত উপমহাদেশের অন্যতম সূফী সাধক গেছু দারাজ শাহ্ পীর কেল্লা শহীদ (রহঃ) এর বার্ষিক ওরশ মোবারক উদযাপন উপলক্ষে খড়মপুর দরগা পরিচালনা কমিটির আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাজার শরীফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি অংগ্যজাই মারমা।
পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিল তাকবির খাদেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম, আখাউড়া রেলওয়ে থানার ওসি মোঃ মাজহারুল করিম, এছাড়াও দরগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিন্টু, ওয়ার্ড কাউন্সিল মোঃ স্বপন, ইনামুল আহসান, মোঃ ইমরান, নার্সগিস পারভিন, মোঃ লিটন, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় দরগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু জানান, গত দুই বছর করোনা মহামারীর কারনে সরকারের নির্দেশনায় ওরশ উদযাপন বন্ধ ছিল। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় সকল প্রকার সরকারি নির্দেশনা মেনে ওরশ মোবারক উদযাপন করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে দরগাহ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে ওরশে আসা ভক্ত আসেকানরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পড়েছেনঃ ১০৭