সরাইল কুচনি এলাকায় সুধী সমাবেশ ও শীত বস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ অদ্য ১০/০১/২০২২ সকাল এগারোটায় বিশিষ্ট শালিসকারক মোঃ আরব আলী মিয়ার বাড়িতে সুধী সমাবেশ ও শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। প্রানেশ দাসের সঞ্চালনায়  স্থানীয় চেয়ারম্যান মনসুর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমা বেগম চেয়ারম্যান শাহজাদাপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছায়েদ হোসেন চেয়ারম্যান কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ সরাইল, সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান প্রমূখ। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন প্রধান অতিথি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি, বিশেষ অতিথি আবদুল জব্বার চেয়ারম্যান সরাইল, আসমা বেগম চেয়ারম্যান শাহজাদাপুর, ছায়েদ হোসেন চেয়ারম্যান কালিকচ্ছ, এডঃ নাসির উদ্দীন চেয়ারম্যান কুন্ডা, মোঃ রুবেল মিয়া চেয়ারম্যান ভলাকুট। অনুষ্ঠানের সভাপতি মনসুর আহমেদ চেয়ারম্যান এর বক্তব্যের পর শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।