সময়ের নিউজ ডেস্কঃ লালমনিরহাটের সাংবাদিক নুর আলমগীর অনুকে কালীগঞ্জ থানায় ডেকে নিয়ে ওসি কর্তৃক ভুয়া অস্ত্র মামলায় গ্রেপ্তার ও চুয়াডাঙ্গায় কৃষি কর্মকর্তা কর্তৃক সাংবাদিক শামীম রেজাকে হেনাস্তাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামে কর্মরত সংবাদকর্মীরা। সকালে নগরীর সাংবাদিক পাড়া খ্যাত চেরাগী চত্তরে চট্রগ্রামে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশের বিভিন্ন প্রান্তে হয়রানির শিকার গনমাধ্যম কর্মীদের হয়রানি বন্ধ করে অন্যায়কারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। সেই সাথে দ্রুত সাংবাদিক সুরক্ষা বিশেষ আইন ঘোষণা করে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানির ধারা গুলো বাতিল করার দাবি জানান।
সকালের সময়ের চট্রগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টুর সভাপতিত্বে ও রিয়াজুর রহমান রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের নতুন সময়ের চট্রগ্রাম ব্যুরো প্রধান কামাল উদ্দিন পারভেজ, আরো উপস্থিত ছিলেন সোহাগ আরেফিন, মোঃ ইসমাইল ইমন, মুজিবুর রহমান তুষার, এডভোকেট সেলিম চৌধুরী, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম সহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.