সময়ের নিউজ ডেস্ক: সেলুন পাঠাগার বিশ্বজুড়ে এখন চট্টগ্রাম সিটর চেরাগি পাহাড়স্থ আজাদী গলিতে। সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে শনিবার (৬ আগস্ট) ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'র উদ্যোগে বুক সেলফ ও বই বিতরণ করা হয়। চেরাগী হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক নাট্যজন প্রদীপ দেওয়ানজি। তিনিসহ অন্য অতিথিরা সেুলনের মালিক সাজ্জাদের হাতে বই ও সেলফ তুলে দেন।
এ সময় প্রদীপ দেওয়ানজি বলেন, ‘সৈলুন পাঠাগার বিশ্বজুড়ে’র এ উদ্যোগের ফলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। এটি নিঃসন্দেহে ভাল উদ্যোগ। আমি একে সাধুবাদ জানাই। আশা করি, এটি বিশ্বজুড়ে অচিরেই আলোড়ন সৃষ্টি করবে।
গোলাম মাওলা জসিম জানান, বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ।
দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুেেরা প্রধান জাহাঙ্গীর আলম, বীজন নাট্যগোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন ও হামিদা খাতুন পান্না, মঞ্চ কর্মী সৌরভ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবসরে বই পড়ুন- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.