বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ টনকি থেকে কর্মমঠ যাওয়ার রাস্তার পাশে সরকারি ও ব্যাক্তিগত উদ্যোগে পথচারী ও গাড়ী চলাচলের সুবিধার্থে গত বছর বেশ কয়েকটি সোলার স্টিক লাইট বসানো হয়েছিল। পরিতাপের বিষয় সম্প্রতি দক্ষিণ টনকী ভুইয়া বাড়ী কবরস্থানের গেইটের সাথে ও মোঃ জামানের ভূঁইয়ার বাড়ির সীমানা প্রাচীরের উপর তিন রাস্তার মোড় থেকে, এছাড়াও কর্মমঠ এর দিকে যাওয়ার রাস্তার পর্ব পাশে স্থাপিত দুটি সোলার স্ট্রিক লাইটের ব্যাটারী ও প্যানেল ও একটি সেন্সর স্ট্রিক লাইটে সম্পূর্ণ অংশ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই রাস্তা দিয়ে রাতের বেলা চলাচল কারী পথচারী ও গাড়ি আসা-যাওয়ার সুবিধার্থে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলিয়ার তত্ত্বাবধানে গত বছরের প্রথম দিকে সরকারি ভাবে কয়েকটি সোলার স্ট্রিক লাইট বসানো হয়, এ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী মোঃ জামান ভুঁইয়া'র ব্যক্তিগত উদ্যোগে তিনটি লাইট বসানো হয়েছিল, তার লাইটগুলো যেদিন বসানো হয়েছে এর পরের দিনই দুটি লাইট চুরি করে নিয়ে গিয়েছিল, সম্প্রতি এলাকা থেকে মোট পাঁচটি লাইট চুরি হয়েছে বলে জানান তারা। একটি সংঘবদ্ধ চোর চক্র কাজটি করছেন বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। এই চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের বিট ইনচার্জ মোঃ এরশাদ মিয়া'র নিকট রাস্তার পাশ থেকে লাইট চুরির হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয় টি সম্পর্কে আগে কেউ জানাননি, এখন যেহেতু শুনেছি, বিষয়টি আমাদের নজরে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.