নিলিয়ান বম বান্দরবান: বান্দরবান সেনা রিজিয়নের কর্তৃক আয়োজিত প্রেসক্লাব ও সাংবাদিকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে জেলা সাংবাদকর্মীসহ উপজেলা সংবাদকর্মী দের নিয়ে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
এ অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ৬৯ পদাতি বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরন্তন আটাশ বীরের রুমা জোন কমান্ডার লে. কর্ণেল হাছান শাহরিয়ার ইকবাল পিএসসি, বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার সহ অন্যান্য জোনের কমান্ডার ও সেনা কর্মকর্তা বৃন্দ।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উত্তরণের চাবিকাঠি। অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সন্ত্রাসীগোষ্ঠীর কার্যক্রম, পার্বত্য অঞ্চলে দাতা সংস্থার কার্যক্রম, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে কার্যক্রম পরিচালনা করাসহ সকল দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর কর্মকান্ড সম্পর্কিত তথ্যাদি সংবাদ তুলে ধরার মাধ্যমে সাংবাদিকগণের ভূমিকা অনেক। তাই তথ্য নির্ভর সংবাদের মাধ্যমে পার্বত্য এলাকায় উন্নয়নের স্রোতধারা সারাবিশ্বকে জানানোর জন্য গণমাধ্যম প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা সহ সকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বক্তব্য প্রদান করেন। আলোচনান শেষে জেলা - উপজেলা প্রেস ক্লাব ও সাংবাদিদের পেশাগত মানোন্নয়নের জন্য প্রত্যাক জেলা-উপজেলা প্রেস ক্লাব কে নগদ অর্থ ২০ হাজার টাকা ও একটি করে ল্যাবটপ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.