তেতুলিয়ায় প্রতিনিধি: তেতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালিত করা হয়েছে। মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ০৮ আগস্ট, ২০২২ দিবসটি বিভিন্ন কর্মসূচি পালিত করে উপজেলা প্রশাসন। এতে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রশাসন হল কক্ষে সকাল ১০ টা প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাব্লু, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান,আওয়ামীলীগ সভাপাতি ইয়াসিন আলী মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান,সুলতানা রাজিয়া ভাইস চেয়ারম্যান ইউসুব আলী মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়সহ সরকারী বে সরকারী প্রমুখ।কর্মসুচীর মধ্যে ছিলো প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, স্মৃতিচারণ, নারীদের সেলাই মেশিন বিতরণ,ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ প্রদান ও কোরআন খতম দোয়া মাহফিল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.