ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানার ১নং ফাঁড়ি পুলিশের অভিযানের ৩ কেজি গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে মাসকান্দা গনসার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম রিনা বেগম (৪৮)। তার স্বামীর নাম আলতাফ হোসেন। সে মাসকান্দা গনশার মোড় কবরস্থান রোডের বাসিন্দা।
ফাঁড়ি পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে ফাড়ি পুলিশ নিয়মিত মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে। সোমবার রাতে ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাসকান্দা গনসার মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তিন কেজি গাজা সহ নারী মাদক ব্যবসায়ী রিনা বেগমকে গ্রেফতার করে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.