প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২২, ২:৫১ অপরাহ্ণ
লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালমনিরহাট প্রতিনিধি: রাতারাতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট-জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিডিআরগেট প্রদক্ষিণ করে। পরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপস্থিত হয়
এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে সমাবেশ করেন।
সমাবেশ বক্তব্য রাখেন জেলা যুগ্ন আহব্বায়ক অ্যাডঃ মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, অনতিবিলম্বে তেল, গ্যাস, সারসহ সকল দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রন করে সাধারন মানুষের ক্রয়ক্ষমতা সামঞ্জস্যের মধ্যে আনতে হবে। এই ভাবে দ্রব্যমুল্য বৃদ্ধি পেলে জনগন সরকারকে ধিক্কার দিবে। রাতারাতি দ্রব্যের দাম বাড়িয়ে জনগনকে কষ্ট দিবেন না। আপনারা দেখুন জনগনের কি চাওয়া পাওয়া সে অনুযায়ী দ্রব্যের দাম নির্ধারণ করুন।
এছাড়া বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন দুদু , সদর উপজেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক জনাবা কাজী রোকসানা আক্তার লীনা, লালমনিরহাট পৌর সদস্য সচিব আলমগীর চৌধুরী, লালমনিরহাট জেলা ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির ছাত্রসমাজের কামরুজ্জামান আহম্মদ, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব রশিদুল ইসলাম।
জেলা ও উপজেলা জাতীয় পার্টির ছাত্রসমাজ যুবসমাজ, স্বেচ্ছাসেবক পার্টি ও মহিলা পার্টিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.