প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২২, ৪:১৩ পূর্বাহ্ণ
তেতুলিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনাঃ দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান

তেতুলিয় (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেতুলিয়া থেকে খাদেমুল ইসলাম: পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলা ভজনপুর কলেজ মোড় এলাকায় অবৈধ প্রক্রিয়াজাতকরণ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান পঞ্চগড় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (১০ আগস্ট) বিকেলে জেলার তেতুঁলিয়া উপজেলার ভজনপুর বাজার ও কলেজমোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর পঞ্চগড় কার্যালয়ের পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
তিনি জানান বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের নিদর্শনা অনুযায়ী বাজার তদারকি অভিযানে ভজনপুর বাজার ও কলেজমোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করার অপরাধে শামীম বেকারীকে ৪ হাজার ও নিশাত বেকারি ৫ হাজার মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এছাড়াও সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.