
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারে ভিশন ২০৪১, গুজব, সাম্প্রদায়িকতা, মানব পাচার, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন থাকার লক্ষে নোয়াখালী সুবর্ণচরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ১১ ই আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১০ টায় জেলা তথ্য অফিস নোয়াখালী’র আয়োজনে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়ন পরিষদের হলরুমে ‘মহিলা সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
জেলা সহকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এবং জেলা তথ্য অফিস নোয়াখালী’র সিনিয়র তথ্য অফিসার জনাব মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুবর্নচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ৪নং চর ওয়াপদা ইউনিয়ন চেয়ারম্যান ডাক্তার আবদুল মান্নান ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য তানভীর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহিলা সমাবেশে বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারে ভিশন ২০৪১, গুজব, সাম্প্রদায়িকতা, মানব পাচার, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান। মহিলা সমাবেশে প্রায় দুইশত জন মহিলাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ৮৮