বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৩ আগষ্ট) সকালে বেলকুচি প্রেসক্লাবে দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ তম বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি করতোয়া প্রতিনিধি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সোহাগপুর সরকারি এস,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রেজা, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোহাগপুর নূতনপাড়া এ,এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, ৭১ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজ, বেলকুচি সরকারি কলেজের সাবেক জিএস সেলিম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.