তেঁতুলিয়া প্রতিনিধি: তেঁতুলিয়ায় সদর উপজেলা ৩ নং ইউপির অন্তর্গত সাহেব জোত গ্রামে শুক্রবার ১২ আগষ্ট গত রাত আনুমানিক ৮ টার সময় মোঃ নুরুইসলাম( ৪৬) নামে এক কৃষককের একটি গরু চুরি হয়ে যায় সংবাদ পেয়ে ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী তেঁতুলিয়া মডেল থানার ওসি মোঃ আবু সাঈদ চৌধুরীকে সাথে নিয়ে চুরি হয়ে যাওয়া গরুটি উদ্ধার করেন, গরুটি মুল মালিকের হাতে তুলে দেন । এরই মধ্যেই চোরকে ছাদেক( ৩০) আটক করে থানা হাজতে রাখা হয়েছে। আটককৃত ব্যক্তি তিনি সদর ইউপির অন্তর্গত বাসিন্দা সাহেব জোত গ্রামের আব্দুল আজিজের পুত্র।
স্থানীয় সুত্র জানান, বৃহস্পতিবার সন্ধা রাতে নুরু নামে কৃষকের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় চোর,পরে গরুটি সাহেব জোত বাঁসবাড়ি হইতে উদ্ধার করেন পুলিশ। গরু চুরির সাথে জড়িত সন্ধেহে মাদকাক্ত এ যুবকে আটক করেন।গরু চুরির হওয়া ঘটনায় শুক্রবার ১২ আগষ্ট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে মডেল থানা ওসি আবু সাঈদ চৌধুরী এ খবরটি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.