লালমনিরহাট প্রতিনিধিঃ আন্তঃ প্রজন্ম সংহতি, সবার জন্য বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে লালমনিরহাটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) লালমনিরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জেলার প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাশ্রম, পরিবেশ সংরক্ষণ, কোভিড-১৯ বিষয়ক জনসচেনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, কে ইউ পি কলেজের সহকারী অধ্যাপক শাহ আলম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অডিনেটর মোস্তাক ই হাবীব । যুব উন্নয়ন অধিদপ্তর এবং তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুব ও যুব নারীদের কর্মসংস্থান প্রকল্পের পরিকল্পনা তুলে আলোচনা করেন তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃশহিদ ইসলাম সুজন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব নারীগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.