হাটহাজারী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাতাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন কল্পে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোঃ আসলাম পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সভাপতি ন. ম জিয়াউল হক চৌধুরী , সহ-সভাপতি বাবলু দাশ, জাহেদ মঞ্জু, মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক আবু সাহেদ, নির্বাহী সদস্য শ্যামল নাথ।
উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ আবুল বাশার, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ সম্পাদক আরফাতুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, ক্রীড়া সম্পাদক জাহেদুল আলম, দপ্তর সম্পাদক আবুল মনছুর, সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান শাকিল, প্রচার সম্পাদক আবু নোমান, সহ-প্রচার মোঃ ওসমান গনি। সভায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালনে উদ্যোগ নেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.