প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২২, ৭:১২ পূর্বাহ্ণ
তোমার প্রিয় ঋতু- নিপুন দাস

তোমার প্রিয় ঋতু
নিপুন দাস
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
সারা বছর ধরে মেঘ জমাই,
যদিও ইচ্ছেরা সাদাসিধে
সারাবছর থাকনা রেইনি ডে।
সারা বছর ধরে বৃষ্টি হোক
শুধু না ভেজে যেন তোমার চোখ,
শ্রাবণে ভরে থাক ফাগুন টাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই।
উঠোনে জল থাকে ছলাৎছল ঘাসে ঘাসে,
দিক নুড়িপাথর ডুব সারাবছর আশেপাশে
আমিও রঙিন কাগজের নৌকা বানাই
আসলে সব চিঠি তুমি বোঝনা, কাকে পাঠাই?
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
পুরনো ভেঙে যাওয়া ছাতা সারাই
তোমার হাসি ফোটে রোদ্দুরে
মেঘ সফল হোক ঘুরে ঘুরে।
ভিজুক অলিগলির রাজ সড়ক
শুধু না ভেজে যেন তোমার চোখ,
আমিও ঝিরিঝিরি গান শোনাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই।
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই।।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.