সরাইলে জাতীয় শোক দিবস পালিত

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোব্যাজ ধারণ।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল  ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে  বের করা হয় শোক র‌্যালি। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে  গিয়ে শেষ হয়। পরে উপজেলা সৈয়দ সিরাজুল অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকীও জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো.নোমান মিয়া, সরাইল- সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,  উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. নাজমুল হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুর রাশেদ, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, উপজেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সৈয়দ তানবির হোসেন (কাউসার), উপজেলা আওয়ামীলীগের সদস্য এড. জয়নাল উদ্দিন জয়, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ আলী, মো. কায়কোবাদ প্রমুখ।
শেষে দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বেকার যুবক/যুব মহিলাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।